লকডাউনের কই দিন আগে আমার বিয়ে হয়েছে, ভেবেছিলাম বিয়ের পর ঘুরতে যাবো, কিন্তু যা অবস্থা তাতে প্রায় পাঁচ মাস কোথাও বের হতেই পারলাম না, অগত্যা বাড়িতেই থাকতে হলো। ঘরের ভিতর থাকতে থাকতে কেমন একটা বিরক্তি ধরে গেল যে বাইরে না বেরোনো অব্দি স্বস্থি হচ্ছে না… মন বলছে কোথাও ঘুরে আসি, আর থাকা যাচ্ছে না এই ভাবে বদ্ধ খাঁচায়। বরকে (সায়ান) বললাম চলো কোথাও ঘুরে আসি, বর বলে “এই অবস্থায় কোথায় ঘুরতে যাবে??!”, সত্যি তো কথাই বা যাবো, এইভাবে প্রায় আরো দুই সপ্তাহ চলে গেল, ঘরে বসে বসে এই একলা ঘর আমার দেশ মতো হয়ে গেছে আমার অবস্থা…
হটাৎ একদিন আমার শাশুড়ি মা আমার কাছে এসে বললেন “ বৌমা আমার এক দূর সম্পর্কের বোনের মেয়ের বিয়ে স পরিবারে নিমন্ত্রণ, সবাই মিলে সেখানে যাবো”, আমি তো শুনেই খুশিতে লাফিয়ে উঠে জিজ্ঞাসা করে বসলাম, “কবে বিয়ে মা?” আমার এই আনন্দ দেখে মা হাসতে হাসতে...