গত কয়েকদিন থেকেই গোঁটা পাড়ায় যেন একটা মহা অনুষ্ঠান লেগে গেছে, আজ এর বাড়ি সন্ধ্যা ভোজ তো কাল ওর বাড়ি।আসলে বহুবছর পর গুরুদেব এসেছেন ভক্তদের খোজ খবর নিতে।এসেছেনও বহুদূর থেকে, তাই সবার মনে খুশির জোয়ার।কেউ-ই গুরুদেবের চরণামৃতের লোভ সামাল দিতে পারছেন না,গুরুদেবকে নিয়ে একপ্রকার টানাটানি লেগে গেছে সবার মধ্যে।গুরুদেব শ্রী গদানন্দ ৬৪-৬৫ বছরের হাট্টা- কাট্টা চেহারার মালিক,শরীর দিয়ে যেন তেল ঝরছে, এত বয়স দেখে বোঝাই যায় না।মুখে সর্বদা হাসি,সাথে মা আর বাবা ছাড়া কথা নেই।কথা তো নয় যেন অমৃত ঝরছে ওনার মুখ থেকে।কপালে তিলক,পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি,মাথায় লম্বা টিকি,গলায় তুলসীর মালা,দেখলেই মনের অজান্তে মস্তক নেমে আসে ওনার চরণে। সেই গুরুদেব ভক্তদের অতিরিক্ত ভালোবাসায় পরলেন মহাবিপদে, শেষে নিজেই এর বিহিত খুঁজে বের করলেন এবং এক লম্বা ফর্দ তৈরী করলেন– কবে কার...