সময় টা জানুয়ারির এক সন্ধ্যার ঠিক পরে পরে, আমি স্কুলের হোমওয়ার্ক করছি টিউশন পড়তে এসে, দিদিমনি একটু আগে পাশের ঘরে গেছে কোনো এক কাজে, হঠাৎ পাশের ঘর থেকে আমার নাম ডেকে উঠলো দিদিমনি:
রনি, হলো তোর?
না, একটু বাকি আছে
এতো দেরি হচ্ছে কেনো এই কটা অংক করতে?
একটা অংক পারছি না, ভুল হচ্ছে বারবার
কোনটা? এদিকে আয় দেখি।
শুনে আমি খাতা পত্র নিয়ে উঠে গেলাম দিদিমণির কাছে পাশের ঘরে, ঘরে ঢুকেই চমকে গেলাম, তীব্র শীতের মধ্যে হাত পা আরও ঠাণ্ডা হয়ে গেলো, বুক ধড়ফড় করে উঠলো সামনের দৃশ্য দেখে…..
আমার নাম রনি, ঘটনা টা আমি যখন উচ্চ মাধ্যমিক দেবো তখনের, পড়াশুনো তে ভালো, বরাবর ভালো রেজাল্ট করে এসেছি, বাড়ির লোক থেকে শুরু করে স্কুল, পাড়া সবাই আশায় আছে যে আমি ভালো রেজাল্ট করবো উচ্চ মাধ্যমিক এ। মাধ্যমিক এও খুব ভালো রেজাল্ট হয়েছিলো। আর আমার এই ভালো...