পর্ব ১ - Part 1
Vritto O Grihokotrir Jounomilon
উত্তর কলকাতার অভিজাত এলাকায় একটি বাড়ি। বাড়ির কর্তা রতনবাবু সরকারী অফিসার। গৃহবধুর নাম রত্না। বয়স পয়ত্রিশ। ভারী সুন্দর চেহারাটি। লম্বা, ফর্সা, সুগঠিতা, মুখ জোড়া লাবন্য, একটা নিষ্পাপ সরলতার ছোঁয়া। ছোট্ট পরিবার – স্বামী, স্ত্রী আর তাদের দুই ছেলেমেয়ে। ছেলেমেয়েরা ছোট। মেয়ে পড়ে ক্লাস সিক্সে, ছেলে ওয়ানে।
বাড়ির রান্না রত্না নিজেই করে, অন্য সবকিছু করবার জন্য একটি ছেলে আছে, তার নাম পল্টু, বয়স হবে ১৮। ঘর ঝাঁড়পোছ, কাপড় কাচা, বাসন মাজা, টুকিটাকি দরকারে এটা সেটা দোকান থেকে এনে দেওয়া – এ সব কিছুই ও করে। ওদের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে পল্টু থাকে। রত্না ওকে কাজের লোকের মতন ভাবেই না, বাড়ির ছেলের মতন করেই রাখে। খুব ভালোবাসে পল্টুর মিষ্টি সরল স্বভাবটার জন্য।
পল্টু থাকায় রত্নার খুব সুবিধা। রান্না করবার...