পর্ব ১ - Part 1
রুমেলা, মানে রুমিদির সাথে আমার প্রথম পরিচয় মিলুর সাথে একটা পার্টিতে গিয়ে। ওর অফিসের ফ্যামিলি পার্টি, মানে বউকে নিয়ে যাওয়া যায়। এই ধরণের অনুষ্ঠানে আমি আগেও গেছি, তবে আগে কোনদিন রুমিদিকে দেখিনি। মিলুই পরিচয় করিয়ে দিল আমাকে রুমিদি সাথে।
-তোমার বউ? আমার দিকে তাকিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে বললেন মিলুকে
-হ্যাঁ
-কি মিষ্টি মেয়ে, কি নাম তোমার, এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন উনি। নাম বললাম, উনি মিলুর দিকে চেয়ে বললেন
-কবে আনলে এই মিষ্টিটাকে তোমার কাছে?
-বছর দেড়েক হল, আপনি তখন আমাদের ব্রাঞ্চ থেকে চলে গিয়েছিলেন।
-আর অমনি আমায় ভুলে গেলে, বলোনি তো আমাকে।
মিলু লজ্জা পেয়ে গেল, একথা সেকথা বলার পর রুমিদি আমার হাত ধরে আমাকে নিয়ে একদিকে চলে এলেন, মিলুকে বলে গেলেন, “আমি এই সোনাটাকে নিয়ে যাচ্ছি, তুমি যাওয়ার আগে আমার কাছ থেকে নিয়ে যেও...