গ্রামের ছেলে আমি। বারো ক্লাস পাশ করে শহরে এসে কলেজে ভর্তি হওয়ার পর আমি বন্দোবস্ত করলাম থাকার একটা মেসে ।কিন্তু আমার বাবার পক্ষে মেসে থাকার মত যথেষ্ট টাকা পয়সা দেওয়া সম্ভব হতো না। ফলে প্রায়ই আমাকে অর্থসঙ্কটের মধ্য দিয়ে চলতে হতো।আমার কতিপয় বন্ধু সেটা ভালভাবেই বুঝতে পারলো আর ওরাই আমাকে বুদ্ধি দিল, “তুই তো ছাত্র ভাল, তুই ইচ্ছে করলেই দুই-একটা প্রাইভেট টিউশনি করে ৪-৫শ টাকা আয় করতে পারিস”।
বুদ্ধিটা আমার মনে ধরলো, তাইতো! তবে সিদ্ধান্ত নিলাম গুঁড়ো-গাঁড়া পড়াবো না।
মনের কথা গোপন রেখে বললাম, “কে দেবে আমায় টিউশনি?” ওদের মধ্যে একজন বললো, “আমার মামার এক বন্ধু তার ভাগ্নির জন্য ভাল একজন টিচার খুঁজছে, মেয়েটা ক্লাস এইটে পড়ে, তুই চাইলে আমি তোর কথা বলে দেখতে পারি”।আমি সম্মতি দিলাম, আর সত্যি সত্যি টিউশনিটা পেয়েও গেলাম। ওদের খুব তাড়া ছিল, কারন মেয়েটা প্রাইভেট...